ধরুন আপনার কোন প্রতিবেশী অথবা কাছের কেউ হঠাৎ ধনী হয়ে গেলো, তখন আপনি তার সম্পর্কে কি চিন্তা করবেন?
সাধারণত আমাদের আশেপাশে কাউকে ধনী হতে দেখলে আমরা ভাবি সে হয়তো অসৎ পথ অবলম্বন করে ধনী হয়েছে। অথবা তার ভাগ্য এতোটাই ভালো ছিলো যে ধনী হতে তার বেশি একটা কষ্ট করতে হয়নি। আর একজন ধনী লোক চিন্তা করবেন সেই ব্যক্তিটি কতোটা পরিশ্রম এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ধনী হয়েছেন। ধনী ও গরিব লোকের চিন্তার পার্থক্যটা এখানেই। আপনি জেনে অবাক হবেন কিছু চিন্তাভাবনা ধনীদেরকে গরিব ব্যক্তিদের থেকে আলাদা করে।
ব্যবসায়ী, লেখক এবং মোটিভেশনাল স্পিকার T. Harv Eker তার Secret Of The Millionaire Mind বইটিতে আমাদের বোঝানোর সুবিধার্থে কিছু wealth file উল্লেখ করেছেন। যেখানে থেকে আমরা জানতে পারি ধনী এবং গরিব লোকের চিন্তার পার্থক্যগুলো কি? এবং কি ধরনের চিন্তাভাবনা আপনাকে অদূর ভবিষ্যতে ধনী অথবা গরিব করবে।
আজকে আমরা আলোচনা করবো ১২ টি পার্থক্য নিয়ে, চলুন শুরু করা যাক,
পার্থক্য নাম্বার এক(১):
ধনী ব্যক্তিরা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তারা নিজেদের জীবন নিজেরাই গড়ে নেন এবং তা নিজের হিসাবে নিয়ন্ত্রণ করেন।
অপরদিকে গরিব লোকেদের কাছে তাদের জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় থাকেনা। জীবনের স্রোত যেদিকে যায় তারাও সেদিকেই যান।
পার্থক্য নাম্বার দুই(২):
সাধারণত ধনী লোকেদের ফোকাস থাকে আরো বেশি অর্থ উপার্জন করার দিকে। তাই তারা নিত্যনতুন অর্থ উপার্জনের খাত বাড়াতে থাকেন। এবং তারা তাদের অর্থকে বিনিয়োগের মাধ্যমে আরো দ্বিগুণ করার চেষ্টা করেন।
অপরদিকে গরিব লোকেরা তাদের উপার্জনের অর্থ সঞ্চয় করাতেই বেশি ফোকাস করেন। এছাড়া টাকা আয়ের জন্য কোন ধরনের রিস্ক নিতে ভয় পান।
পার্থক্য নাম্বার তিন(৩):
ধনী ব্যক্তিরা জীবনে যে কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে নিজের সাথে বদ্ধপরিকর থাকেন। অর্থাৎ জীবনে যা কিছুই হোক না কেনো তারা সফলতা অর্জন করেই ছাড়বেন। তাই তারা বন্ধুদের সাথে আড্ডায় সময় নষ্ট না করে সে সময়টাকে নিজেকে দক্ষ করতে কাজে লাগান।
অপরদিকে গরিব ব্যক্তিরা শুধুমাত্র ধনীই হতে চান কিন্তু সে অনুযায়ী পরিশ্রম করেন না। তারা তাদের বেশির ভাগ সময় বন্ধু মহলে আড্ডা দিয়ে কাটিয়ে দেন। যার ফলে নিজের এম্বিশনের দিকে ফোকাস করাটা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে।
পার্থক্য নাম্বার চার(৪):
ধনী ব্যক্তিরা যথেষ্ট উদ্যমী এবং যেকোনো কাজ নিয়ে বেশ আশাবাদী হয়ে থাকেন। তারা সাধারণত দুরের চিন্তা ভাবনা করেন এবং সর্বদা বৃহৎ পরিসরে চিন্তা করেন।
অপরদিকে গরিব লোকেদের নিজের প্রতি আত্মবিশ্বাস তুলনামূলক কম থাকে। যে কোন কাজে সফল হওয়ার জন্য তারা তেমন একটা আশাবাদী থাকতে পারেন না। তার ফলে জীবনের বেশিরভাগ সময় তারা হতাশাগ্রস্থ অবস্থায় কাটিয়ে দেন।
মনে রাখবেন আপনি যদি কঠিন কাজের বদলে সহজ কাজটাকে বেছে নেন তাহলে আপনার ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি আজ পরিশ্রম করেন তবে অদূর ভবিষ্যতে আপনি আপনার জন্য একটি কমফোর্টেবল লাইফ তৈরি করে নিতে পারবেন।
পার্থক্য নাম্বার পাঁচ(৫):
ধনী লোকেরা সাধারণত যেকোনো সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে সচেষ্ট থাকেন। এবং জীবনের ছোট-বড় সমস্যা সমাধানের ব্যাপারে ফোকাস করেন। তারা মনে করেন সমস্যা যতই বড় হোক তার সমাধান নিশ্চয় আছে।
অপরদিকে গরিব লোকেরা বেশিরভাগ সময় তাদের সমস্যার সাথে জীবন যাপন করে থাকেন। তারা তাদের জীবনের জটিলতা সহজ করতে যেয়ে মাঝে মাঝে আরও বেশি জটিল করে ফেলেন। তাদের জীবনে সুযোগ আসলেও তারা সেটাকেই সঠিকভাবে কাজে লাগাতে পারেন না।
পার্থক্য নাম্বার ছয়(৬):
ধনী লোকেরা অপর একজন ধনী এবং সফল ব্যক্তির দক্ষতার প্রশংসা করতে কার্পণ্যবোধ করেন না। এবং ধনী ব্যক্তিরা অপর একজন ধনী অথবা সফল একজন ব্যক্তিকেই পছন্দ করেন।
অপরদিকে গরিব লোকেরা ধনী ব্যক্তিদের যথেষ্ট অপছন্দ করে থাকেন। তারা মনে করেন ধনী লোকেরা অসৎ পথে অথবা দুর্নীতির আশ্রয় নিয়ে উপার্জন করেন।
পার্থক্য নাম্বার সাত(৭):
ধনীরা সাধারণত একজন সফল এবং পজেটিভ চিন্তাভাবনার মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করেন। যাতে তাদের ambition এবং goal দেখে তিনিও তার জীবনে কিছু শিখতে পারেন।
অপরদিকে গরিব লোকেরা তাঁদেরই সংস্পর্শে থাকতে পছন্দ করেন যারা তাদের মতো ব্যর্থ এবং হতাশাগ্রস্থ মানুষ। কারণ তাদের সাথে তার অবস্থান, চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি অনেকাংশে মিলে যায়।
পার্থক্য নাম্বার আট(৮):
ধনী ব্যক্তিরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সকলের কাছে নিজেদের দক্ষতাকে প্রচার করে থাকেন। যার কারণে তারা বিজনেস এবং মার্কেটিংয়ে বাকি সবার চেয়ে এগিয়ে থাকতে পারেন।
অপরদিকে গরিব লোকেরা self-promoting অথবা মার্কেটিং করাকে অপ্রয়োজনীয় এবং খারাপ দৃষ্টিতেও দেখেন। এমনকি তারা কোন জিনিসকে সঠিকভাবে মূল্যায়ন করতেও জানেন না।
পার্থক্য নাম্বার নয়(৯):
ধনী লোকেরা নিজেদের জীবনের সমস্যাগুলোকে ছোট করে দেখেন। তারা মনে করেন সমস্যা যত বড়ই হোক না কেনো তার সমাধানও অবশ্যই আছে। তাই তারা সমস্যা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট না করে তার সমাধান বের করে থাকেন।
অপরদিকে গরিব লোকেরা তাদের জীবনের ছোটখাট যেকোনো সমস্যাকে নিজের চেয়ে অনেক বেশি বড় মনে করেন। এবং এক সমস্যা নিয়েই দিনের-পর-দিন দুশ্চিন্তা করে পার করে দেন।
পার্থক্য নাম্বার দশ(১০):
ধনী ব্যক্তিরা মনে করেন তারা জীবনে অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। হতে পারে সেটি অফিসের প্রমোশন, কমপ্লিমেন্ট অথবা সম্মান। কারণ এসব তিনি তার যোগ্যতা দিয়ে অর্জন করে নিয়েছেন।
অপরদিকে গরিব লোকদের self-esteem থাকে খুবই কম। তারা জীবনে হঠাৎ ভালো কিছু পেয়ে গেলেও মনে করেন তিনি সেটি পাওয়ার যোগ্য নন।
পার্থক্য নাম্বার এগার(১১):
গরিব লোকেরা মনে করেন একই সময়ে দুই দিকে ফোকাস করাটা তাদের জন্য অসম্ভব। অর্থাৎ তারা তাদের জীবনে একটি বিষয় ছাড়া ভিন্ন কিছু অপশন ট্রাই করেন না।
অপরদিকে ধনী ব্যক্তিরা তাদের পরিবার কর্মক্ষেত্র কে ম্যানেজ করার সাথে সাথে আরো নতুন কিছু করার চেষ্টা করেন।
পার্থক্য নাম্বার বার(১২):
গরিব লোকেরা শুধুমাত্র তাদের স্যালারি এবং ইনকামের উপর ফোকাস করে থাকেন।
অপরদিকে ধনী লোকেরা তাদের net worth এ ফোকাস করেন। অর্থাৎ তার মোট সম্পদের পরিমাণ, আয় এবং সঞ্চয়ের মাঝে net worth কেমন সে বিষয়ে নজর রাখেন।
পরিশেষ:
মনে রাখবেন আপনি ধনী হবেন নাকি গরিব তা আপনার মাইন্ডসেট নির্ধারণ করে দেয়। কারণ শুধুমাত্র উপার্জনের ভিক্তিতেই ধনী গরিবের পার্থক্য তৈরি হয়ে যায়না। এটি আমাদের চিন্তাধারার পার্থক্য যা আমাদের সমাজে ধনী ও গরিবকে আলাদা করে।
এই ছিলো ধনী ও গরিব লোকের চিন্তার পার্থক্য নিয়ে আজকের আর্টিকেল। প্রিয় পাঠক আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Post a Comment