ধনী ও গরিবের মাঝে টাকার পার্থক্য ছাড়া আর কি কি পার্থক্য থাকতে পারে? এই প্রশ্নের উত্তরটি জানতে হলে আপনাকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।
Rich dad Poor dad বইটির লেখক Robert Kiyosaki-কে কমবেশী সবাই চিনেন। তার ভাষ্যমতে, ধনী ও গরিব ব্যক্তির মধ্যে প্রাথমিক পার্থক্য হচ্ছে তারা কিভাবে তাদের ভয়কে পরিচালনা করে। ধনী লোকেরা যেকোনো কাজে ঝুঁকি গ্রহণ করতে পিছপা হন না। কিন্তু তাই বলে যে তারা ঝুঁকি নিতে একদমই ভয় পান না ব্যাপারটি মোটেও তেমন নয়। তারাও বাকিদের মতোই ভয় পেয়ে থাকেন। তবে ধনী ব্যক্তিরা তাদের ভয়কে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ফলে তাদের জীবনে সফলতা অর্জনের সম্ভাবনা বেড়ে যায়।
এদিকে গরিব ব্যক্তিরা কিন্তু বেশিরভাগ সময় তাদের ভয়কে সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। তারা জীবনের বেশিরভাগ সময় অনিশ্চয়তার মাঝে কাটিয়ে দেন। যার ফলে তাদের জন্য সফলতার সিঁড়িগুলো পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সাধারণত ধনী এবং গরীব লোকেদের মাঝে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানসিকতা, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং লাইফ স্টাইলের অনেক বেশি পার্থক্য দেখা যায়। তাহলে আজকে জেনে নেওয়া যাক,
ধনী ও গরিবের মধ্যে সাতটি পার্থক্য সম্পর্কে...
পার্থক্য নাম্বার এক(১): আত্মপ্রকাশ
গরিব লোকেরা ধনী হওয়ার চেয়ে অন্যের কাছে নিজেকে ধনী দেখাতে বেশি পছন্দ করেন। লক্ষ্য করে দেখবেন গরিব লোকেরা শুধুমাত্র নিজেদের শো-অফ করার জন্য অনেক বাজে খরচ করে থাকেন, যার কোন প্রয়োজনই নেই। এমনকি অন্যের আছে নিজের সম্পদ জাহির করতে যেয়ে মাসের অর্ধেকেই পকেট ফাঁকা করে বসে থাকেন।
অপরদিকে ধনী ব্যক্তিরা শুধু ততোটুকু অর্থই ব্যয় করেন যতটুকু তার প্রয়োজন। বেহিসেবি খরচা করে অন্যকে দেখানোর মত ইচ্ছা অথবা মানসিকতা কোনোটাই তাদের থাকে না। এজন্যই হয়তো বলা হয়ে থাকে আপনাকে ধনী হতে হলে অন্যের কাছে নিজেকে ধনী দেখানোর কোনো প্রয়োজন নেই।
পার্থক্য নাম্বার দুই(২): মানসিকতা
গরিব লোকেরা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। তারা মনে করেন পৃথিবীর বেশিরভাগ মানুষই ঠকবাজ এবং যেকোন উপায়ে তাকেও ধোঁকা দেবে। গরিব লোকদের মনে অপরকে নিয়ে সন্দেহের পরিমানটাই বেশি থাকে। এমনকি একজন সৎ বিক্রেতা যদি তাকে ভালো মানের কোনো দামি পন্য দেখান তবে তিনি মনে করে থাকেন সে ব্যক্তিটি হয়তো তার কাছ থেকে অযথা বাড়তি টাকা আদায় করে নিতে চাচ্ছে।
অপরদিকে ধনী লোকেরা অন্যকে বিশ্বাস করতে কার্পণ্যবোধ করেন না। তারা যে কোন জিনিসের সঠিক মূল্যায়ন করতে পারেন। অপরকে শুরুতেই সন্দেহের চোখে না দেখে নিজের বিচক্ষণতা দিয়ে পরিক্ষা করে নেন।
পার্থক্য নাম্বার তিন(৩): দৃষ্টিভঙ্গি
গরিব লোকেরা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। আশেপাশে কাউকে সফল হতে দেখলে তারা তাদের দক্ষতা, পরিশ্রম, এমবিশন এসব না দেখে তাদের ছোটখাটো ভুলগুলোকে বড় করে দেখানোর চেষ্টা করেন।
ধনী ব্যক্তিরা শুধু অন্যের সফলতা দেখেন। একজন ব্যক্তি কতটা পরিশ্রম করে এবং কতটুকু বুদ্ধির জোরে সফল হয়েছেন সেই ব্যাপারগুলোতে বেশি মনোযোগ দেন। এবং সফল ব্যক্তিদের কাছ থেকে নিজেও কিছু শিক্ষা লাভ করার চেষ্টা করেন।
পার্থক্য নাম্বার চার(৪): চিন্তাভাবনা
গরিব লোকেরা অধিকাংশ ক্ষেত্রে অনুমানের উপর নির্ভর করে চলেন। ধরুন কর্মক্ষেত্রে আপনার একজন কর্মচারীর প্রমোশন হয়েছে কিন্তু আরেজনের হয়নি। এখন অপর কর্মচারী মনে হতে পারে সেই ব্যক্তি নিশ্চয়ই বসকে তেল মেরে প্রমোশন হাসিল করেছেন। অপর ব্যক্তিটি যেহেতু বসকে তেল দিতে পারেননি তাই তাকে প্রমোশনটা দেওয়া হয়নি। অথচ খোঁজ নিলে দেখা যাবে প্রমোশনপ্রাপ্ত ব্যক্তিটি নিজের পরিশ্রমের জোড়েই প্রমোশন পেয়েছেন।
অপরদিকে ধনী লোকেরা কোনো কিছু অনুমান করার চেয়ে সে বিষয়ে জানার জন্য প্রশ্ন করাকেই বেশি যুক্তিসম্পন্ন মনে করেন। কি, কেন, কিভাবে এই জানার আগ্রহই তাদের অনেক দুর এগিয়ে নিয়ে যায়।
পার্থক্য নাম্বার পাঁচ(৫): গুরুত্ব
গরিব লোকেরা মনে করেন টাকা সময়ে চেয়ে বেশি মূল্যবান। তাই তারা তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দেন টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে। একটা সময়ে এসে লক্ষ্য করেন তাদের হাতে সময় এবং টাকা কোনটাই নেই।
অপরদিকে ধনী ব্যক্তিদের কাছে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি। তারা সময়ের গুরুত্ব বুঝার সাথে সাথে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে থাকেন। ফলে একটা সময় টাকাই নিজে থেকে তাদের হাতে এসে ধরা দেয়।
পার্থক্য নাম্বার ছয়(৬): স্বভাব
গরিব লোকেরা তাদের জীবনের বেশিরভাগ সময় অপরের নিন্দা এবং সমালোচনা করে সময় নষ্ট করেন। নিজের ব্যর্থতার জন্য হতাশাগ্রস্থ হয়ে ভাগ্যকে দোষারোপ করেন। জীবনের কাছে তাদের অভিযোগের শেষ নেই।
অপরদিকে ধনী লোকেরা অন্যের প্রশংসা করেন এবং তাকে ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে থাকেন। তারা অন্যকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে কার্পণ্য বোধ করেন না। মোট কথা তারা গুনী লোকের কদর করতে জানেন।
পার্থক্য নাম্বার সাত(৭): মনোভাব
ধনী লোকেরা ছোট-বড় সকলের কাছ থেকেই কিছুনা কিছু শিখতে পছন্দ করেন। তারা যতই শিখেন ততই মনে করেন আরো অনেক কিছু জানার বাকি। এমনকি তারা নিজেদের জীবনের ভুলগুলো থেকে শিক্ষা লাভ করেন যাতে পরবর্তীতে সেই শিক্ষাকে কাজে লাগাতে পারেন।
অপরদিকে গরিব লোকেরা নিজেদের সবজান্তা মনে করেন। তাদের মাঝে কোনো কিছু জানার এবং শিখার আগ্রহ কম থাকে। এমনকি যেকোনো জায়গায় নিজের একতরফা যুক্তি খাটিয়ে জিততে চান।
পরিশেষ:
Les Brown এর মতে, "তুমি যদি ধনী হতে চাও তবে ধনী লোকেদের দৈনন্দিন কার্যক্রমকে অনুসরণ করো। এবং গরিব লোকেরা যা করে তা করা থেকে বিরত থাকো"
অর্থাৎ ধনী হতে হলে আপনাকে ধনী ও গরীবের মাঝে পার্থক্য গুলোকে আগে বুঝতে হবে। এবং নিজের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, আপনি ভবিষ্যতে ধনী হবেন নাকি গরিব সেটার মাইন্ডসেট আজকেই আপনাকে করে নিতে হবে।
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি আপনার কেমন লাগলো? আপনার প্রতিক্রিয়া আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান।
Post a Comment